আপনার সন্তান কি সারাদিন PUBG খেলে? এই গেম এখন কি তাঁর নেশায় পরিনত হয়েছে ? ‘পরীক্ষা পে চর্চা’-র দ্বিতীয় সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিভাবে অভিভাবকরা তাঁদের সন্তানকে এই গেমের নেশা থেকে মুক্ত করবেন, তার উপায় বাতলাছেন। সন্তানের অনলাইন গেমের মারাত্মক নেশা নিয়ে উদ্বিগ্ন এক মা-কে স্বয়ং প্রধানমন্ত্রী সমস্যা সমাধানের পথ দেখালেন। প্রধানমন্ত্রীর মুখে PUBG-র নাম শুনেই পুরো সভা হেসে লুটোপুটি খেতে শুরু করে।
মঙ্গলবার দিল্লিতে ‘পরীক্ষা পে চর্চা’-র দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হল। পরীক্ষার মুখে যাতে ছাত্ররা আতঙ্ক না পায় সে ভয় কাটাতেই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজন করেন। কীভাবে পরীক্ষার ব্যর্থতাকে টপকে জীবনে সাফল্যর চূড়ায় পৌঁছে যাওয়া যায় তিনি এই অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলেন।
এদিন ‘পরীক্ষা পে চর্চা’-য় মধুমিতা সেনগুপ্ত নামে এক মহিলার প্রশ্নের জবাবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা সকলকেই মোদি তাঁর উত্তরের মাধ্যমে চমকে দেন। মধুমিতাদেবী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে, ‘আগে আমার ছেলে পড়াশুনোয় মনোযোগী ছিল। সবাই ওর খুব প্রশংসা করত, কিন্তু এখন ও সবার থেকেই ক্রমশ পিছিয়ে পড়ছে। আচ্ছা, ও অনলাইন গেমে বেশি সময় দিচ্ছে বলেই কি পরীক্ষার ফল ভাল করতে পারছে না? আমি ওকে বারবার বুঝিয়েও কোনও ফল হয়নি। এবার আপনিই বলুন আমি কী করব?’
এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, ‘PUBG ওয়ালা হ্যায় কেয়া?’ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ‘ও কি PUBG খেলে?’ মোদীর মুখে PUBG-র কথা শুনে গোটা প্রেক্ষাগৃহ রীতিমত হাসিতে ফেটে পড়ে। প্রধানমন্ত্রী ওই মহিলাকে বলেন যে, ‘আমাদের সন্তানরা প্রযুক্তি থেকে দূরে সরে যাক এমন কোনও কাজ করা মোটেই উচিত নয়, তবে ওকে বোঝাতে হবে যে, প্রযুক্তি আমাদের মানুষ বানাচ্ছে না রোবট বানিয়ে দিচ্ছে? নতুন নতুন অ্যাপ কী ভাবে মানুষের জীবনকে আরও সহজতর করে তুলছে তা ওকে বোঝাতে হবে। আপনি খাওয়ার টেবিলেও এই নিয়ে ওর সাথে আলোচনা করতে পারেন।’