এতদিন সন্দেহজনক হলেই বাড়ি থেকে তুলে আনছিল পুলিশ। এবার থেকে রাজ্য় সরকারের নির্দেশেই বাড়িতে থাকতে পারবেন কোভিড পজিটিভ রোগী। নবান্নে খোদ এই ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অন্তত তেমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। নবান্নে মুখ্য়মন্ত্রী বলেছেন, কোনও কোভিড পজিটিভ রোগীর যদি বাড়িতেই থাকার সুবন্দোবস্ত থাকে, তাহলে করোনায় আক্রান্ত হয়েও বাড়িতেই থাকতে পারবেন তিনি। সেক্ষেত্রে নিজেকে সবার থেকে আলাদা রাখতে হবে রোগীকে। মুখ্য়মন্ত্রী বলেন, লক্ষ লক্ষ রোগীকে কোয়ারান্টাইন করার মতো ব্যবস্থা নেই সরকারের। বুঝতে হবে, সরকারেরও একটা সীমাবদ্ধাতা আছে।
Video Source ABP ANANDA
এদিন নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, যাদের ঘর বাড়ি রয়েছে।আইসোলেশনে থাকবার জায়গা আছে, তার ঘরে; কারও করোনা পজিটিভ হলে তিনি তাঁর বাড়িতে থেকেই হোম কোয়ারান্টাইন থাকতে পারেন। এক্ষেত্রে সরকারকে অতিরিক্ত চাপ নিয়ে তাঁকে বাড়ি থেকে তুলে আনতে হবে না। তাতে মানুষেরও অসুবিধা;হয়। মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভালো থাকে। সরকারেরও সীমাবদ্ধতা থাকে।
একটা হাসপাতালে গেলে অনেক রকম রোগীদের মধ্য়ে;থাকতে হয়। সেক্ষেত্রে অনেক রকম সমস্য়া সৃষ্টি হয়। ঘরটা কিন্তু নিজের মতো করে রাখা যায়। যদি কেউ মনে করেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কারও সঙ্গে মিশবেন না। তাহলে মনে রাখবেন, হোম কোয়ারান্টাইনটা সবথেকে মডেল কোয়ারান্টাইন। পৃথিবীতে অনেক জায়গায় এটা চালু হয়ে গেছে।
এদিকে মুখ্য়মন্ত্রীর এই ঘোষণা প্রকাশ্য়ে আসতেই ময়দানে নেমেছেন বিরোধীরা। ইতিমধ্য়েই মুখ্য়মন্ত্রী এই ঘোষণা টুইট করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলেছেন, অবশেষে উনি স্বীকার করলেন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যাটা হাজার নয় লাখ। আর ওনার সরকার এই পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখেন না। নিিজেই সেই কথা স্বীকার করেছেন মুখ্য়মন্ত্রী।