মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বুলবুল ঝড়ে যখন লন্ডভন্ড হয় পড়ছে রাজ্যের একাংশ তখন প্রকৃতির বুলবুল ঝড় কোন প্রভাব বীরভূমের মাটিতে ফেলতে না পারলেও তৃনমূলের রাজনৈতিক বুলবুল ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়লো বিজেপি। রবিবার রামপুরহাট শহরে ৯ ০০ জন বিজেপি কর্মী এদিন তৃনমূলে যোগ দেন।
কৃষি মন্ত্রী তথা রামপুরহাটের বিধায়ক আশীষ ব্যার্নাজীর হাত থেকে তৃনমূলের দলীয় পতাকা নিয়ে তারা তৃনমূলে যোগ দেন। উপস্হিত ছিলেন রামপুরহাটের শহর সম্পাদক আব্দুর রেকিব সহ অনান্য নেতৃত্ব। দিন দুয়েক আগে বোলপুরেও বিজেপি ছেড়ে চারশো জন তৃনমূলে যোগ দেন। রবিবার রামপুরহাট এলাকায় প্রায় হাজার খানেক বিজেপি কর্মী তৃনমূলে যোগ দেওয়াই মাথায় হাত পড়েছে বিজেপি শিবিরের।
বীরভূমের রাজনৈতিক চৌমন্ডলে লোকসভা নির্বাচনে বিজেপির বাড় বাড়ন্ত ভালোই হয়।লোকসভা ভোটে তার প্রতিফলনও দেখা যায়। তবে দিন যত যাচ্ছে তত রাজনৈতিক পরিবেশ বদলে যাচ্ছে। এখানে বিজেপি শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করলেও এখন তৃনমূলের রাজনৈতিক কৌশলে কুপোকাৎ হয় পড়ায় উচ্ছশিত তৃনমূল শিবির।