বড় খবরঃ গোহত্যা করলেই ১০ বছরের জেল! নয়া নির্দেশ জারি যোগী আদিত্যনাথের

গো হত্যা করলে আরও কড়া শাস্তির ব্যবস্থা করল উত্তর প্রদেশ সরকার৷ যোগী রাজ্যে এবার গো হত্যা করলে দশ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ এর জন্য ১৯৫৫ সালের গো হত্যা আইনেও সংশোধন করছে উত্তর প্রদেশ সরকার৷ এ দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

ভারত সরকার অনুমোদিত প্যান কেন্দ্র খুলতে চান ? # CLICK HERE

সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটি অধ্যাদেশ জারি করা হবে৷ যেহেতু বর্তমান পরিস্থিতিতে বিধানসভা অধিবেশন কবে বসবে তা অনিশ্চিত, সেই কারণেই অধ্যাদেশ এনে সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে৷ ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট পদ্ধতি মেনেই আইনে সংশোধন আনা হবে৷

গো হত্যা আটকাতে বর্তমান আইন যথেষ্ট কঠোর এবং প্রভাবশালী নয় বলেই মনে করছিল উত্তর প্রদেশ সরকার৷ রাজ্যে গো হত্যা আটকাতে তাই আরও কড়া আইনের কথা ভাবা হচ্ছিল৷ কোনও অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় বার একই অভিযোগ পাওয়া গেলে তার দ্বিগুন শাস্তি হবে৷

বর্তমানে যে গো হত্যা প্রতিরোধে যে আইন রয়েছে, তাতে ন্যূনতম শাস্তির কোনও উল্লেখ নেই৷ কিন্তু নতুন যে অধ্যাদেশ আনা হয়েছে, তাতে সাত বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অথবা ১০ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে৷ রাজ্যপাল এই অধ্যাদেশে অনুমোদন দিলেই তা কার্যকর হবে৷

Authored By Kousik Mondal

Hi, I am Kousik Mondal from Kolkata, India. I am a professional career counselor for the past 5+ years. Love reading news and strongly believe only awareness can create a better future. And A blog scientist by the mind and a passionate blogger by ❤️heart ??

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button