মালদ্বীপে জুটিতে ছুটি কাটাচ্ছেন৷ বলিউডের সবচেয়ে চর্চিত কাপল মালাইকা-অর্জুন৷ সেই ছুটির বেশ কিছু ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে৷ সেই ছবিতেই উত্তাপ ছড়াচ্ছেন মালাইকা৷ মালদ্বীপের নীল জলে মালাইকার লাল বিকিনি তাঁকে নাকি water baby করে তুলেছে৷ সঙ্গে রয়েছেন অর্জুনও৷
তবে মালদ্বীপে কিন্তু অর্জুন মালাইকা একসাথে ছবি দেননি৷ তাই অনেকেই গুঞ্জন তুলেছিলেন, তাঁরা একসাথে রয়েছেন তো? তবে ফেরার সময় এয়ারপোর্টে আবার একসাথে দেখা যায় এই জুটিকে৷ স্বস্তির নি:শ্বাস ফেলেন অনেকেই৷ইনস্টাতে সম্প্রতি নিজের ছবি পোস্ট করেছেন ছইয়া ছইয়া গার্ল৷ সেখানে হট রেড বিকিনি পরে জলে ঝাঁপ দিচ্ছেন তিনি৷ ছবি দেখেই লাইকের সংখ্যা হুহু করে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷