শোকের ছায়া ইন্দ্রানী হালদারের পরিবারে, চলে গেলেন প্রিয়জন

কলকাতা: বহুদিন ধরেই অসুস্থ ছিলেন । শেষ পর্যন্ত জীবনের লড়ায়ে হেরেই গেলেন ইন্দ্রনীল হালদার । সকলের প্রিয় বুড়ো । তিনি ইন্দ্রনী হালদারের ভাই । নিজেও ছিলেন সিনেমা জগতের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত । তাঁর অকাল মৃত্যুতেশোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে ।

কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না ইন্দ্রনীলের । লক্ষ্মীপুজোর পরেই ইন্দ্রনীলকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিত্‍সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দ্রনীল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button