আমাদের দেশ আজ প্রায় হাঁপিয়ে উঠেছে করনা ত্রাসে । তবে শুধু কি দেশ সারা বিশ্ব জুড়েই চলছে এই করোনা যুদ্ধ । অনেকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই রোগকে বিশ্ব মহামারী বলে ঘোষণা করেছে ,এই রোগের ফলে ইতালি হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা রোম ও আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে । বিশ্বের এরকম পরিস্থিতি দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের জন্য লন্ডন ঘোষণা করেছে ।
এভাবে দেখা যাচ্ছে ধীরে ধীরে অনেক দিন মজুরের আয় বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আবার করোনা আক্রান্ত হয়ে মানুষ গৃহবন্দী হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সময় মানুষ নির্ভর করে রয়েছে প্রায় বেশিরভাগ ইন্টারনেটের ওপর । কিন্তু এর মধ্যে যদি রিচার্জ শেষ হয়ে যায় সেই আশঙ্কা বিঘ্নিত করছে । তাই বরাবরই ইন্টারনেটের সমস্যা দূর করতে এগিয়ে এসেছে মুকেশ আম্বানি এবারেও আম্বানি নিয়ে এল নতুন এক ডাটা প্যাক।
এখন নতুন সুবিধা নিয়ে এল জিও সিম। লকডাউন চলাকালীন অর্থাৎ ১৭ই এপ্রিল অবধি ১৭ মিনিট করে কল এবং ১০০ টি করে এসএমএস ফ্রি দেবে জিও । যেহেতু দেশের লোক ডাউন চলছে তাই যারা হয়তো কোন কারনে এই পরিষেবা থেকে বঞ্চিত তারাও বিনামূল্যে ইনকামিং কল করার সুযোগ সুবিধা পাবে ।কুড়ি থেকে ১০০ টাকার মধ্যে রিচার্জ গুলোতে দ্বিগুণ বেশি দেবে মুকেশ আম্বানির ইন্টারনেট ব্যবস্থা এছাড়াও ৫১ টাকার রিচার্জএ ৩ জিবি বদলে পাবেন ৬জিবি ও ১০১ টাকার রিচার্জএ ৬ জিবি বদলে পাবেন ১২ জিবি ।এরকম অবস্থায় যেন ইন্টারনেটের কোন রকম অসুবিধা না হয় গ্রাহকদের সেই কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিল জিও নেটওয়ার্ক সংস্থা ।