লকডাউনের বিকেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর! মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো, দেখুন

লকডাউনে বিকালে মাঠে খেলা বন্ধ। তাই দেশের অনেক জায়গাতেই শিশু-কিশোররা বিকালে সময় কাটাচ্ছে ছাদে ঘুড়ি উড়িয়ে। সেরকমই বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল এক কিশোর। আর তখনই ঘটে অবাক কাণ্ড!

পাড়ার এক বাড়ির ছাদের কার্নিসে বসে থাকা বাঁদর এক লাফে মাথার উপর দিয়ে যাওয়া ঘুড়ির সুতো টেনে নেয়। তার পর সুতোর অপর দিক ছিঁড়ে নিজেই ঘুড়িটা টানতে শুরু করে। হাওয়া ভাল থাকায় দিব্যি আকাশে উড়তেও থাকে ঘুড়িটা। অন্যদিকে চেঁচামেচি করতে থাকে ঘুড়ির মালিক কিশোর। কিছুক্ষণ টেনে ঘুড়িটা নামিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিলেন বাঁদরবাবাজী।  গোটা ঘটনার ভিডিয়ো করে ওই কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁদরের ঘুড়ি ওড়ানোর সেই ভিডিয়ো।

ভারত সরকার অনুমোদিত প্যান কেন্দ্র খুলতে চান ? # CLICK HERE

ভিডিয়োটি নিজের টুইটার থেকেই টুইট করেছেন এর আইএফএস অফিসার। ক্যাপশনে লেখেন, “লকডাউনের জেরে বিবর্তনের গতি বেড়ে গিয়েছে মনে হচ্ছে। বাঁদরেও ঘুড়ি ওড়াচ্ছে।”

ভিডিয়োটি টুইটারে এখনও পর্যন্ত প্রায় ৫৮৭ বার রিটুইট করা হয়েছে। লাইক করেছেন 2598-এরও বেশি মানুষ। সত্যি, বাঁদর যে এমন বাঁদরামি করবে কে জানত!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button