খেলার ময়দানে রাজনীতি থাকে। তা স্পষ্ট হলো আজ। অর্থাৎ একদিন আগেও বিসিসিআইয়ের সভাপতি দৌড়ে পিছিয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের একটা ফোনেই পাল্টে গেল খেলা। সৃষ্টি হলো এক রঙ্গমঞ্চ এর। উল্লেখ্য সূত্র মারফত জানা গিয়েছে কিছুদিন আগে একটা ফোন আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। এবং যিনি ফোন করেন সৌরভকে তিনি নাকি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যাইহোক সৌরভকে তিনি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অফার দেন। কিন্তু সৌরভ রাজি না হওয়ায় বিসিসিআইয়ের সভাপতির দৌড়ে পিছিয়ে পড়েন। তবে এখানেই শেষ নয় রবিবার রাতে ফের অমিত শাহর ফোন আসে সৌরভ গঙ্গোপাধ্যায় কাছে। এবং সূত্র জানা যায় সৌরভ নাকি অবশেষে শাহর প্রস্তাবে রাজি হন। আর সৌরভ রাজি হয় রাতারাতি খেলা ঘুরে যায়। তারপরই নতুন সভাপতি দৌড়ে এগিয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, ক্রিকেটের সঙ্গে বিজেপি সভাপতির যোগসূত্র বেশ পুরনো। ২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন নরেন্দ্র মোদি। সেসময় সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত। এখন তার ছেলে জয় শাহ গুজরাট ক্রিকেট সংস্থার প্রধান। তবে বেশ কয়েকদিন আগে চাউর হয়েছিল এবার প্রার্থিতা পেতে অমিত শাহের দ্বারস্থ হতে হবে বোর্ড নির্বাচনের প্রার্থীদের! বিসিসিআইয়ে আসতে চলেছেন তিনি! ভারতীয় বোর্ড ও এর পরিচালন নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন বিজেপি হাইকম্যান্ড। ক্রিকেট প্রশাসনের ভেতরে ‘অমিত শাহ’ নামও বেশ উচ্চারিত হচ্ছে।