সুদীপ সেন,বাঁকুড়া:রাজ্যে এন, আর, সি নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। সঙ্গে চলছে রাজনৈতিক তর্জা। বিধান সভা ও বাঁকুড়া সহ কয়েকটি পৌর সভার ও ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। কেও কাওকে এক ইঞ্চি ও জমি ছাড়তে চাইছে না। বিজেপি শুরু করেছিল গান্ধী সংকল্প যাত্রা,যার অন্যতম কারণ জনসংযোগ। তাতে তারা মন্দ সাড়া পায়নি। যান, আর , সি নিয়ে তারাও মাঠে নেমে পড়েছে। অন্যদিকে তৃণমূল ও অন্য বিরোধী দলগুলোও এন, আর, সির ভয়াবহ দিকটি মানুষের সামনে তুলে ধরছে।
সেই উদ্দেশ্যে ই 08/ 11/19 শুক্রবার শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ও এন, আর, সির বিরুদ্ধে একটি সম্প্রীতি যাত্রা ও জন সভার আয়োজন করা হয়। পদযাত্রা শালতোড়ার লেদ মোড়ে শুরু হয়ে বাজার ঘুরে জনসভা স্থল বন্ধুমহল ক্লাবে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ত্রিমুল কংগ্রেসের সভাপতি শুভাশিস বটব্যাল, শালতোড়ার বিধায়ক স্বপন বাউরি, বাঁকুড়া জেলা তৃণমূল যুব সভাপতি রাজ কুমার সিংহ, ব্লক সভাপতি কালিপদ রায় ও অন্য নেতৃত্ব রা।
সভায় আনুমানিক ছয় হাজার মানুষ উপস্থিত হয়। সকল নেতৃত্বই বিজেপির ধর্মীয় রাজনীতির নিন্দা করে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সত্তাকে বজায় রাখার শপথ নেন ও মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিন। এন, আর, সির নামে মানুষে মানুষে বিভাজনের তাঁরা তীব্র নিন্দা করেন।