ডেঙ্গুর মতোই ভয়াবহ ভাবেই ছড়াচ্ছে মরণ রোগ স্কার্ব টাইফাস, আগে থেকে সতর্ক থাকুন

এই রোগ সাধারণত মাকড়সা কামড়ালে হয়। এই মাকড়সার প্রজাতিটির নাম টাইফাস। এই প্রজাতির মাকড়সা গুলি নোংরা ঝোপঝাড় ও আবর্জনার মধ্যে থাকে। এই মাকড় গুলি সাধারণত ইঁদুর বিড়াল ও কুকুর আর মাধ্যমে বাড়িতে প্রবেশ করে।

এই রোগের লক্ষণ গুলি
এই রোগের প্রধান লক্ষণ টি হলো প্রচন্ড জ্বরের সাথে গায়ে রাশ ও গায়ে পোড়া পোড়া দাগ
বাকি লক্ষণগুলি ডেঙ্গুর মতোই একই তাই অনেক সময় পার্থক্য করা যাচ্ছে না এই দি রোগের , ধন্দে চিকিৎসকরাও। চিকিৎসার বিলম্ব হলেই মৃত্যু অনিবার্য।

ইতিমধ্যেই বাংলাদেশ , কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাবা বসিয়েছে এই মরণ রোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button