বেকার যুবকদের গর্জে উঠছে প্রতিবাত যুবশ্রীতে ভাতা নয় চাকরি চাই

ABYWFA(Govt.Regd.No-S0008337) সারা পশ্চিমবঙ্গের বৃহত্তম অরাজনৈতিক সংগঠন, 2012 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর নাম নথিভুক্ত থাকা বেকার যুবক ও যুবতী কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বর্তমান সরকার এম্প্লয়মেন্ট ব্যাংক নামে একটি ওয়েব পোর্টাল চালু করেন, এবং উক্ত পটালে নাম নথিভুক্ত করা প্রথম এক লক্ষ বেকার কর্মপ্রার্থীদের 2013 সালের 3rd অক্টোবর নেতাজি ইন্দোর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে যুবশ্রী নামের স্বীকৃতি এবং মর্যাদা দেন স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রী।

এবং এই এক লক্ষ বেকার কর্মপ্রার্থীদের মাসে 1500/-করে উৎসাহ ভাতা চালু করা হয় এবং এই মঞ্চে মাননীয়া মুখ্যমন্ত্রী সহ তৎকালীন সময় মন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে বয়সের যোগ্যতার ভিত্তিতে সহকারী পদে নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘ 7 বছর অতিক্রম করার পর এইবার প্রার্থীগণ একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে এই সংগঠন গড়ে তোলে মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শ্রম মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখ্য কার্যালয় থেকে সমা দপ্তর সমস্ত কার্যালয় বহুবার এই বেকার সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে বহুবার বেকার কর্মপ্রার্থীদের আর্তনাদের কথা জানানো হয়েছে। কিন্তু উক্ত দপ্তর গুলি নীরব।গত 12.02.2020 তারিখ মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে যুবশ্রী বিষয়ে বর্তমান শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় কে দুটি বিষয়ে নির্দেশ দিয়েছিলেন প্রথমত: বন্ধ ভাতা চালু করার বিষয়ে এবং যুবশ্রী প্রকল্প থেকে কেন চাকরি হচ্ছে না??? এই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন খতিয়ে দেখার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোন সদুত্তর পেলাম না।

বর্তমানে সারা বিশ্বের তথা আমাদের দেশ এমনকি আমাদের রাজ্যের এই কঠিনতম করুণ পরিস্থিতিতে আমরা নিরুপায়। এবং বহু বেকার কর্ম প্রার্থী আজ অসহায়, এই পরিস্থিতিতে আজ 10.06.2020 তারিখে অল বেঙ্গল ইউথ ওয়েলফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়িতে বসে অনলাইনে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত এক গণ প্রতিবাদ এবং অভিযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। সরাসরি শ্রমদপ্তরের ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছেন|

সংগঠনের পক্ষ থেকে ভাতা প্রাপক বেকার যুবশ্রী কর্মপ্রার্থীরা আজকে সরকার কে দুটি বিষয়ে আলোকপাত করেছে সেগুলো নিম্নে দেওয়া হল।1) বন্ধ ভাতা চালু হওয়ার দাবীতে অভিযোগ
2) মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ 7 বছর আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী “ভাতা নয় চাকরি চাই” এই দাবিতে অভিযোগ।

Delowar Hossain

Hi, I am Delowar Hossain from Kolkata, India. I am a professional career counselor for the past 4+ years. Love reading news and strongly believe only awareness can create a better future

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button