২২ শে মার্চ অর্থাৎ জনতা কারফিউ এর দিন ভাইরাল একটি ভিডিওয় এক প্রৌঢ়ের ‘চা খাবো না আমরা?’ কথাটি শোনেনি বা জানেনা এমন মানুষ নেই। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নিয়ে ঝড় বয়ে যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে চলছে মিম। কিন্তু কে এই চা প্রেমী ব্যক্তি তা না জেনেই অধিকাংশ মানুষ মেতে উঠেছেন তাঁকে নিয়ে মজা করতে।
কিন্তু এত ভাইরাল হওয়ার ফলে বরং লাভই হয়েছে এই ‘চা কাকু’ তথা মৃদুল বাবুর। মজার পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন মানুষ। অবাক করা কান্ড, এই গোটা বিষয়টি জানার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলার রাজপুত্র খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।পরে এক ভিডিওর মারফত জানতে পারা যায় ভাইরাল মানুষটির আসল নাম মৃদুল বাবু। সংসার চালাতে লোকজনের মাঝে মাটি কোপানোর কাজ করছেন তিনি। পরবর্তীকালে তাকে নিয়ে করা আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে তার ছেলে মৃদুল বাবুর জন্য কাজের অনুরোধ করে।
এরপর থেকেই একাধিক মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।পরে এক ভিডিওর মারফত জানতে পারা যায় ভাইরাল মানুষটির আসল নাম মৃদুল বাবু। সংসার চালাতে লোকজনের মাঝে মাটি কোপানোর কাজ করছেন তিনি। পরবর্তীকালে তাকে নিয়ে করা আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে তার ছেলে মৃদুল বাবুর জন্য কাজের অনুরোধ করে। এরপর থেকেই একাধিক মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।