এদিকে ফের বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে আরও এক ঘূর্ণিপাক। এমনকি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আন্দামান সাগরে ঘণীভূত এই নিম্নচাপ বুলবুল নামে বয়ে যাবে বাংলা-ওড়িশা উপকূলের দিকে। ইতিমধ্যেই আরব সাগরে এখনই দুটি ঘূর্ণিঝড় তাণ্ডব লীলা চালাচ্ছে। তবে এই তিন ঘূর্ণির প্রায় একসাথে আবির্ভাবে ২০১৮ সালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে ২০১৯ সাল। কিন্তু এখনও দু-মাস বাকি ২০১৯ সালের। এর ফলে ভেঙে যেতে পারে ২০১৮ সালের রেকর্ডও।
এছাড়াও জানা গিয়েছে যে, এই বছর আরব সাগর বা বঙ্গোপসাগরে মোট ছয়টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। আর সপ্তম ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অপেক্ষা করছে। যা শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‘বুলবুল’ নামে ধেয়ে আসবে বঙ্গোপসাগর দিয়ে। তবে এর আগেই আরবসাগরে এসেছে বায়ু আর হিক্কা। এবং বঙ্গোপসাগরে এসেছে পেথাই, ফণী ঘূর্ণি ঝড়।
অন্যদিকে ২০১৮ সালে মোট সাতটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে এই বছর নভেম্বর মাসের মধ্যেই আমরা ওই সংখ্যায় পৌঁছে যাব। এখনো প্রায় দু’মাস বাকি এই বছরের। এর ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জন্যই এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।