আপনি কী পানমশলা ও গুটখা ক্রয় বিক্রয় করেন ? তাহলে আপনাকে দিতে হবে জরিমানা ..

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ তামাকযুক্ত পানমশলা ও গুটখা ক্রয় বিক্রয় বন্ধ করতে
বৃহস্পতিবার ১০ জন ব্যবসায়ী ও ৪ জন ধূমপায়ীকে জরিমানা করল জেলা প্রশাসন।
সকলকেই ২০০ টাকা করে তৎক্ষনাৎ জরিমানা করা হয়। পাশাপাশি নিষেধের পরও দোকানে
বিক্রি করায় বাজেয়াপ্ত করা হয় শতাধিক তামাকযুক্ত পানমশলা ও গুটখা’র প্যাকেট।
জরিমানার মধ্যে দিয়ে বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্ক এবং সচেতন করে জেলা
প্রশাসন।

প্রসঙ্গত, বছর দুয়েক আগেই রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলাকে ধূমপান নিষিদ্ধ জেলা
ঘোষণা করা হয়। এদিকে ৭ নভেম্বর থেকে রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে তামাকযুক্ত
পানমশলা ও গুটখা। অভিযোগ, তারপরেও নিষিদ্ধ এই সামগ্রী বালুরঘাটের বিভিন্ন
দোকানে ঝুলতে ও বিক্রি হতে দেখা যায়। সরকারি সেই নিষেধাজ্ঞাকে কার্যকর করতে
নির্ধারিত দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই বালুরঘাট থানার পুলিশকে নিয়ে
শহরে অভিযানে নামে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর। এদিনের অভিযানে সামিল
ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস, জেলা স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট
বিভাগে আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের পাশাপাশি
দক্ষিণ দিনাজপুরে পুরোপুরি ভাবে তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রি বন্ধে এবার
বালুরঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালায় জেলা প্রশাসন। বালুরঘাট শহরের বেশ
কয়েকটি দোকানে অভিযান চালায় আধিকারিকরা। শুধুমাত্র অভিযান চালানো নয় ১০
তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির অভিযোগে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এমনকি প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হয়ে যাওয়ার পরও রাস্তায় ধূমপান করায় ৪ জনকে
জরিমানা করা হয়। পাশাপাশি স্কুল চত্বরে নেশার সামগ্রী কোন কিছুই বিক্রি করা
যাবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়৷

এবিষয়ে ব্যবসায়ী দেবী সরকার জানান, বিষয়টি জানা ছিল না। খুব ছোটো দোকান। এই সব
দোকানে পান বিড়ি সিগারেটই বিক্রি হয় বেশী। এই সব বিক্রি বন্ধ হলে সমস্যায়
পড়বেন তারা।

অন্য দিকে এবিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবজিৎ বোস জানান, নিষিদ্ধ ঘোষণা
স্বত্বেও বালুরঘাটে চলছিল গুটখা বিক্রি। তারা অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত
করেন। তামাকযুক্ত পানমশলা ও গুটখা বিক্রির জন্য ১০ টি দোকানকে ২০০ টাকা করে
তৎক্ষনাৎ জরিমানা করা হয়। জরিমানা নেওয়াটা উদ্দেশ্য নয়, সতর্ক এবং সচেতন
করাটাই উদ্দেশ্য। এছাড়া স্কুল কলেজের পাশের দোকান গুলিতে সিগারেট বিক্রি ও
প্রকাশ্যে খাওয়া নিষেধ করা হয়েছে। এরপরেও তার এনিয়ে নিয়মিত অভিযান চালাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button