দেলোয়ার হোসেন ১৭/০৮/২০ : United Power for Rural Empowerment (PURE) এর আহ্বানে১৫ অগস্ট ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুর বাজারে স্বাধীনতা দিবস উদযাপন ও কৃতি সংবর্ধনা প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছিল তা আপনাদের সকলের আশীর্বাদে সর্বাঙ্গীণ সফল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমিনুদ্দিন সেখ মহাশয়, উপস্থিত ছিলেন রামপুর হাট সাবডিভিশনের ACRO হাসিবুর রহমান জামাদার মহাশয়। উপস্থিত ছিলেন শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলের সহ শিক্ষক সত্যব্রত জানা, হাই মাদ্রাসার সহ শিক্ষক আলমগীর সরদার, গোলাম কিবরিয়া সামস্ ও অ্যাডভকেট আব্দুস সালাম মন্ডল মহাশয়। কলস হাই স্কুলের সহ শিক্ষক এবং Brain Of Bengal সংস্থার মোগরাহাট -১এর ভারপ্রাপ্ত সভাপতি আজহারউদ্দিন রকি মহাশয় ও অন্যান্য স্থানীয় সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আমিনুদ্দিন সেখ মহাশয়। জাতীয় সঙ্গীত, নিরবতা পালনের সাথে সাথে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় কিছু ছাত্রছাত্রীদের । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করা মগরাহাট 1 ব্লকের প্রিয়াংশু দাশ ও ইমরান মোল্লা র হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা এবং 100 % প্রতিবন্ধী বাপি ফকির এর হয়ে সংবর্ধনা গ্রহণ করেন তাঁর শিক্ষক আজহার উদ্দীন রকি মহাশয়। এছাড়াও দুস্থ মেধাবী ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় সবরকম সহোযোগিতার সম্পূর্ণ আশ্বাস ।
সমস্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন Bishnupur I ব্লক এর Revenue Inspector নাসিরুজ্জামান বৈদ্য। মাইক্রোফোন হাতে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন PURE এর সেক্রেটারি মাননীয় ASI ইনামুর রহমান মহাশয়। অনুষ্ঠানটিতে প্রকাশিত হয়েছে PURE এর প্রথম বুকলেট। লকডাউনের সমস্ত নিয়ম মেনে অর্থাৎ থার্মাল পাওয়ার চেকিং, মাস্ক,স্যানিটাইজার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রোগামটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা হয়েছে ।সমস্ত সহৃদয় বন্ধু সুভাকাঙ্খী সবাই কে PURE তরফে জানাই ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভকামনা।