SSY Card : (SSY Scheme Details )অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা ,জীবন সংগ্রাম , শারীরিক অক্ষমতা ও অসমর্থতা ,সন্তান প্রতিপালনের দায়দায়িত্ত্ব ,রোগনিরাময় এবং আরোগ্যলাভের জন্য স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে সক্ষম করে তোলার কথা মাথায় রেখে এবং এই সকল উদ্দেশ্য সাধনের জন্য তাদের আয় সুনিশ্চিতকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রচলিত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে একত্র করে একটি মাত্রা প্রকল্পে পরিণত করে , সকল শ্রমিক কে সমান সুবিধে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ০১.০৪.২০১৭ থেকে ” সামাজিক সুরক্ষা যোজনা ,২০১৭” সমগ্র পশ্চিমবঙ্গে চালু হয়েছে।
SSY Card – SSY Scheme
সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে আবেদন করবেন ?
সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে আপনাকে তথ্যমিত্র কেন্দ্র বা অনলাইন সেন্টারে এ যোগাযোগ করতে হবে , কারন আবেদন পদ্ধতি সুম্পূর্ণ অনলাইন এই যোজনায় আবেদন করার জন্য আপনাকে যেতে হবে SSY Official WEBSITE এই ওয়েবসাইটি তে l নিচের ভিডিও টি দেখে আপনি আবেদন পদ্ধতি সুম্পূর্ণ বুঝে যাবেন ..
SSY আবেদন করার পর কি করবেন ?
আবেদন করার পর আপনার SSIN নাম্বার নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিসের সংলগ্ন শ্রমিক কল্যাণ সৌকর্য কেন্দ্র (LWFC) তে যোগাযোগ করুন l LWFC অফিসার IMW ( Inspector of Minimum Wages ) আপনাকে এই ব্যাপারে সুম্পূর্ণ সহায়তা করবেন l
অথবা
আপনার এলাকায় যদি SLO ( Self Labour Organiser ) থাকে তাহলে উনার সাথেও যোগাযোগ করতে পারেন l
এছাড়া যে কোনো তথ্যের বা সহায়তার জন্য শ্রমিক সাথী নম্বর এ ফোন করুন বিনামূল্যে:
১৮০০১০৩০০০৯ (টোল ফ্রি )
সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুবিধে :
সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিক দের অনেক ধরনের আর্থিক সুযোগ সুবিধে আছে। শিক্ষা , স্বাস্থ, মৃত্যুকালীন ,শারীরিক অসমর্থতা এবং দক্ষতা বিকাশ প্রশিক্ষণ ইত্যাদি
সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কিত সাধারণ ঞ্জাতব্য বিষয়¬-
- সামাজিক সুরক্ষা যোজনা ২০১৭ – ১৭-২২
- নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প –পৃষ্ঠা :২২-২৫
- পশ্চিমবঙ্গ পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প ২০১০ –পৃষ্ঠা :২৬-২৯
- যোজনায় প্রাপ্য সুযোগ সুবিধা নথিভুক্তির জন্য যোগাযোগ –পৃষ্ঠা :৩০-৩৯