করোনা আক্রান্ত ব্যক্তিকে কি খুঁজে বের করতে সক্ষম কুকুর! কুকু্রের প্রবল ঘ্রাণশক্তির জেরেই হতে চলেছে বাজিমাত, এমনটাই দাবি ব্রিটিশ বেসরকারি সংস্থা মেডিক্যাল ডিটেনশন ডগস। করোনা সংক্রমিত ব্যক্তিকে খুঁজে বের করতে পারবে কুকুর এমন অনুমান করেই অনুশীলন শুরু করেছে কুকুরদের। ২০০৮ সাল থেকে এই সংস্থা রোগ সংক্রমণে কুকুরকে কাজে লাগিয়ে এসেছে। মধ্য ইংল্যান্ডে এই সংস্থার অনুশীলন দফতর রয়েছে। তার সুফলও মিলেছে বলে দাবি সংস্থার।
কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে মানুষের রোগ নির্ণয় সম্পর্কে কুকুরদের প্রশিক্ষণ দেয় মেডিক্যাল ডিটেনশন ডগস সংস্থাটি। মূলত আক্রান্ত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে এই কাজ করা হয়। কুকুরের ঘ্রাণশক্তির উপর ভরসা করে এই সংস্থা আগে থেকেই মানবদেহের বিভিন্ন ভাইরাস ও রোগ, যেমন ক্যানসার,পারকিনসন ডিজিজের হদিশ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংস্থার কর্ণধার ক্লেয়ার গেস্ট জানিয়েছেন, কুকুর করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম বলে তাঁদের অনুমান। এই পদ্ধতি কাজে লাগালে নিমেষের মধ্যে বহু মানুষের করোনা পরীক্ষা সম্ভব। তিনি আরও বলেছেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে কুকুর ব্যাকটিরিয়া শনাক্ত করতে সক্ষম। এর ফলে করোনা সংক্রমণ রোধে আমূল পরিবর্তন আসবে।”
বিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনা সংক্রমণ শনাক্তে আবিষ্কার হয়েছে টেস্টিং কিট। তবে যেভাবে আমেরিকায় এই মহামারী ছড়িয়েছে, তাতে প্রয়োজনের তুলনায় টেস্টিং কিট কম। ফলে, আক্রান্ত ব্যক্তিকে শনাক্তের অভাবে আরও বেশি ছড়িয়ে পড়ছে করোনা।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভেটেরিনারি মেডিসিনের (পেন ভেট) গবেষকরা বলছেন, কুকুরকে প্রশিক্ষণ দিয়ে করোনা রোগীদের শনাক্ত করা যেতে পারে। কারণ, কুকুর এর আগে ম্যালেরিয়া, ক্যান্সার, পারকিনসন্স ডিজিজে আক্রান্ত রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে সফল হয়েছে।